শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৩২:১২ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মুন্সিগঞ্জ: শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডার বোঝাই করা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে বাসে থাকা ৮ জন যাত্রী আহত হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় রেলওয়ে ওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজের ঢালে উঠার সময় দ্রুতগতির শ্যামলী পরিবহনের বাসটি মাওয়ামুখী ট্রাকের পিছনে ধাক্কা মারে। এ সময় বাসের ভেতরে থাকা কয়েকজন যাত্রী আটকে পড়ে আহত হয়। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা...