এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতিটা দাপটের সঙ্গেই শেষ করেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তানকে একপেশে ম্যাচে ৭৫ রানে হারিয়েছে তারা। শুধু কি তাই? শুরুতে ৮ উইকেটে ১৪১ রানের পর আফগানিস্তানকে মাত্র ৬৬ রানে গুটিয়ে দিয়ে রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছে এই সিরিজ! যার পেছনে অবদান পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের। হ্যাটট্রিকের সঙ্গে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাট হাতেও ২৫ রান করে মাচসেরা হয়েছেন। পাশাপাশি ১২০ রান ও ১০ উইকেট শিকার করে সিরিজসেরাও নওয়াজ। ৬৬ – ফাইনালে আফগানিস্তানের ৬৬ রান পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে কোনও টুর্নামেন্টের ফাইনালে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগের রেকর্ডটি ছিল নরওয়ের ৬৯ (জার্সির বিপক্ষে ২০২৪ সাব-রিজিওনাল ইউরোপিয়ান কোয়ালিফায়ারের গ্রুপ বি ফাইনালে)। পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে ফাইনালে এর চেয়েও কম দলীয় সংগ্রহ হয়েছে মাত্র...