পর্তুগালের জাতীয় উদ্যান সেররা দ্য জেরেস ও ঐতিহাসিক ব্রাগা শহরে শরৎকালীন শিক্ষাসফরের আয়োজন করেছে দেশটিতে প্রবাসীদের সংগঠন ‘মুসলিম কালচারাল অ্যাসোসিয়েশন অব পোর্তো’। স্থানীয় সময় রোববার অনুষ্ঠিত এ সফরে অংশ নেন শতাধিক বাংলাদেশি। অংশগ্রহণকারীরা পোর্তো শহরের বাংলাদেশি অধ্যুষিত সাঁও বেন্তো এলাকা থেকে দুটি বাসে করে যাত্রা শুরু করেন। প্রথম গন্তব্য ছিল দেশের একমাত্র জাতীয় উদ্যান সেররা দ্য জেরেস। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ উদ্যানের পর্বতমালা, গ্রানাইট শৃঙ্গ, স্বচ্ছ নদী, ঝর্ণা ও প্রাকৃতিক হ্রদ উপভোগ করেন সফরকারীরা। পরে তারা ঘুরে দেখেন প্রায় দুই হাজার বছরের ইতিহাসবাহী পর্তুগালের উত্তরাঞ্চলীয় শহর ব্রাগা। দিনব্যাপী সফরে প্রবাসীরা দেশের গান ও ইসলামি সংগীত পরিবেশন, কুইজ প্রতিযোগিতা, আড্ডা ও নৌকা ভ্রমণে সময় কাটান। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শিক্ষাসফরের সমাপ্তি ঘটে। শিক্ষাসফরের সহযোগিতায় ছিলেন জহিরুল ইসলাম, নবীউল হক,...