পুঁজি বেশি বড় ছিল না। তারপরও বড় জয়ই পেয়েছে পাকিস্তান। মোহাম্মদ নাওয়াজের অসাধারণ বোলিংয়ে আফগানিস্তানের ব্যাটিং গুঁড়িয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ট্রফি জিতে নিয়েছে সালমান আলি আগার দল। এই ম্যাচ ঝড় তুলেছে রেকর্ড বইয়েও। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার স্পিন সহায়ক উইকেটে ১৪১ রানের পুঁজি নিয়ে আফগানদের স্রেফ ৬৬ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। ম্যাচ জিতে নেয় তারা ৭৫ রানে। আফগানিস্তানের ৬৬ রান কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে সর্বনিম্ন দলীয় স্কোর। এখানে আগের সর্বনিম্ন ছিল ৬৯, ২০২৪ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপ-আঞ্চলিক ইউরোপিয়ান বাছাইয়ের ফাইনালে জার্সির বিপক্ষে করেছিল নরওয়ে। ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে ফাইনালে আফগানিস্তানের চেয়ে কম রানে অলআউট হওয়ার নজির আছে কেবল তিনটি। আফগানিস্তানের নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর এটি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৬ রান তাদের সর্বনিম্ন। এছাড়া...