মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে গতকাল ইউএস ওপেন পুরুষ এককের ফাইনাল দেরিতে শুরু হয়েছে। তবে বিলম্বের পরও অনেক দর্শক নিরাপত্তাজনিত কড়াকড়িতে খেলা শুরুর আগে মাঠে ঢুকতে পারেননি। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথমবার ইউএস ওপেন ফাইনাল দেখতে যাওয়ার অভিজ্ঞতা অবশ্য সুখকরও হয়নি। গ্যালারিতে থাকা মার্কিন প্রেসিডেন্টকে অনেকে দুয়ো দিয়েছেন। ফাইনালে ইয়ানিক সিনারের বিপক্ষে কার্লোস আলকারাজের জয়ের পর অন্যরা যখন করতালিতে অভিননন্দন জানাচ্ছিলেন, ট্রাম্প ছিলেন বিমর্ষ। তাঁর ওই মুহূর্তের মুখভঙ্গি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিম’ হিসেবে ছড়িয়ে পড়েছে। এবারের আগে ২০১৫ সালে ইউএস ওপেন দেখতে মাঠে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরের বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আর টেনিসের গ্র্যান্ড স্লাম ফাইনাল দেখতে যাননি। এবার ইউএস ওপেন পুরুষ এককের ফাইনাল শুরুর দুই দিন আগে হোয়াইট হাউস থেকে জানানো হয়, প্রেসিডেন্ট খেলা দেখতে ফ্ল্যাশিং মিডোয় যাবেন। এবার...