এক পাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অন্য পাশে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনকে নিয়ে বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে উপস্থিত হয়েছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ঠিক তাঁদের পেছনেই ছিলেন ইরান, পাকিস্তান, বেলারুশ ও মিয়ানমারসহ প্রায় দু ডজন দেশের নেতারা। বিশ্বের জন্য এ দৃশ্যের থেকে স্পষ্ট বার্তা আর কী হতে পারে। তিয়েনআনমেন স্কয়ারের বড় পর্দাগুলোতে প্রায় ৫০ হাজার মানুষ এই দৃশ্য দেখেছেন। সামরিক কুচকাওয়াজের বিশাল আয়োজন দেখতে গত বুধবার তীব্র রোদ উপেক্ষা করে তাঁরা রাজধানীর তিয়েনআনমেন স্কয়ারে জড়ো হয়েছিলেন, তাঁদের অনেকের হাতে ছিল চীনের ছোট ছোট পতাকা। চীনজুড়ে টেলিভিশনে সামরিক কুচকাওয়াজের অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। চীনের বাইরের অনেক দেশ থেকেও টেলিভিশনে এ দৃশ্য দেখা গেছে। ডোনাল্ড ট্রাম্পসহ পশ্চিমা অনেক দেশ একে স্পষ্ট বার্তা হিসেবে দেখেছেন। তাদের মনে হয়েছে, চীন ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রকে প্ররোচিত...