সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তানকে ৬৬ রানে অলআউট করে লজ্জায় ডুবিয়েছে পাকিস্তান। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ নাওয়াজের স্পিন জাদুতে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে পাকিস্তান। আফগানিস্তানকে লজ্জায় ডুবানোর এই ম্যাচে বেশকিছু রেকর্ড হয়েছে। আফগানিস্তান এই ম্যাচে ৬৬ রানে অলআউট হয়েছে। পুরুষদের টি-টোয়েন্টি ফাইনালে যা সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ২০২৪ সালের সাব-রিজিওনাল ইউরোপ কোয়ালিফায়ারের বি গ্রুপের ফাইনালে জার্সির বিপক্ষে ৬৯ রান অল আউট হয় নরওয়ে। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ এটি। এর আগে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৬ রানে অল আউট হয় তারা। যেটি তাদের সর্বনিম্ন সংগ্রহ। এই ম্যাচে পাকিস্তানের বাঁহাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজ ১৯ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। পুরুষদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ফাইনালে পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার তিনি। এর...