০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে এবং তা স্বাগত জানিয়েছে। এই প্রস্তাব বন্দী বিনিময় ও যুদ্ধ বন্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত। হামাস আলোচনায় অবিলম্বে অংশগ্রহণের প্রস্তুতি জানিয়েছে, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। রোববার হামাস তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি বিবৃতিতে জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে তারা মার্কিন পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব পেয়েছে এবং অবিলম্বে আলোচনার টেবিলে বসার জন্য প্রস্তুত। তারা সকল বন্দী মুক্তির বিনিময়ে যুদ্ধের সম্পূর্ণ অবসান এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে। হামাস একটি স্বাধীন...