০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরকে পুরোপুরি ইসরায়েলের অংশ হিসেবে যুক্ত করার পরিকল্পনা চালাচ্ছেন। এ পদক্ষেপের ফলে সংযুক্ত আরব আমিরাতের মতোই এবার সউদী আরবও তাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে জানিয়েছেন, পশ্চিম তীর দখলের চেষ্টা করলে তেল আবিবের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে। সউদী আরবের রাজধানী রিয়াদে গত সপ্তাহে আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে সউদী যুবরাজ বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, পশ্চিম তীর দখলের পরিকল্পনা করলে আব্রাহাম চুক্তি এবং সউদী–ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক চিরতরে ভেঙে যাবে। নেতানিয়াহু গত মাসগুলোতে গাজা দখল ও হামলার মাত্রা বৃদ্ধি করেছেন এবং পশ্চিম তীরকে ইসরায়েলের মানচিত্রে যুক্ত করার পরিকল্পনা প্রকাশ্যে এনেছেন,...