নিজস্ব প্রতিবেদক : ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন এবং কেন্দ্র পরিবর্তনের জন্য ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। বোর্ডের চেয়ারম্যানের আদেশে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষর করে জরুরি ৯টি নির্দেশনা জারি করেছেন। ১. প্রস্তাবিত কেন্দ্রের প্রধান শিক্ষক বিদ্যালয়ের নিজস্ব প্যাডে আবেদন করবেন। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদনে ম্যানেজিং কমিটির সভাপতি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। ২. নতুন কেন্দ্রের আবেদনের জন্য ৩০০০ টাকা (অফেরতযোগ্য) এবং কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে ১০০০ টাকা (অফেরতযোগ্য) ফি সোনালি সেবার মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা দেওয়ার রসিদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। ৩. যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে, কেন্দ্রের জন্য তাদের আবেদন করার...