জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার গুদ্দার বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এই সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন্ড অফিসারসহ (জেসিও) মোট তিনজন আহত হয়েছেন। আহত জেসিও’র অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে, জম্মু ও কাশ্মীর পুলিশের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনা, পুলিশ এবং সিআরপিএফ একটি যৌথ তল্লাশি অভিযান শুরু করেছিল। এ সময় বিচ্ছিন্নতাবাদীরা সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, যার জবাবে সেনারাও পাল্টা গুলি চালায়। এতে একজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। ‘চিনার কর্পস’ তাদের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, ‘গুদ্দার বনাঞ্চলে যৌথ...