জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের বগির চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর পুনরায় এ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর উত্তরাঞ্চলের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল। তবে বর্তমানে এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) দিনগত আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে জেলার আক্কেলপুর উপজেলার ভদ্রকালি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। ওই ট্রেনের যাত্রী ও সংশ্লিষ্ট রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার রেলজংশন স্টেশন ছেড়ে জয়পুরহাটের দিকে আসার সময় আক্কেলপুর উপজেলার হলহলিয়া ব্রিজ (রেলসেতু) পার হওয়ার পর ট্রেনের মধ্যে পোড়া গন্ধ অনুভূত হতে থাকে। এর পরপরই ট্রেনটি ভদ্রকালি এলাকায় এসে থেমে গেলে পাওয়ার...