গাজায় যুদ্ধবিরতির নতুন মার্কিন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে এবং আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। রোববার এক বিবৃতিতে হামাস বলেছে, ‘আমরা যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু ধারণা পেয়েছি, যা মধ্যস্থতাকারীরা আমাদের কাছে পৌঁছে দিয়েছে।’ এতে বলা হয়েছে, ‘আমাদের জনগণের ওপর চলমান আগ্রাসন বন্ধে সহায়ক, এমন যেকোনো পদক্ষেপকে হামাস স্বাগত জানায়।’ সংগঠনটি জানায়, তারা ‘যুদ্ধ বন্ধের একটি স্পষ্ট ঘোষণা এবং গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ ইসরাইলি সেনা প্রত্যাহারের বিনিময়ে সব বন্দিদের মুক্তির জন্য তাৎক্ষণিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত’। হামাস গাজার প্রশাসনিক বিষয় পরিচালনার জন্য একটি স্বাধীন ফিলিস্তিনি কমিটি গঠনের প্রস্তাবেও সম্মত হয়েছে এবং দাবি করেছে, ইসরাইল যেন চুক্তিতে সম্মত হওয়ার পর তা কার্যকর করতে...