সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র্যাবের সদস্যদের দেখে নদীতে ঝাঁপ দেন মাদক মামলার এক আসামি। পরে হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামে ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে বলে জানান কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ। মৃত ২৪ বছর বয়সী শাওন রেজা ওই গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ওসি আব্দুল লতিফ বলেন, “রোববার সন্ধ্যায় র্যাব-১২ একটি দল মাদক উদ্ধারে ওই এলাকায় অভিযানে যায়। ওই সময় শাওন তাদের দেখে পালাতে গিয়ে বাড়ির পাশের ফুলজোড় নদীতে ঝাঁপ দেয়। “সেখান...