২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা আগেই নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শেষ ম্যাচ ঘিরে খুব বেশি চাপ নেই আকাশী নীলদের। ইকুয়েডরের মাঠে হতে যাওয়া এই ম্যাচে থাকছেন না লিওনেল মেসি। এছাড়া নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারবেন না দলের অভিজ্ঞ ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোও। এর ফলে লিওনেল স্কালোনির একাদশে একাধিক পরিবর্তন আসা নিশ্চিত। আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে থাকতে পারেন লাউতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লিয়ান্দ্রো বালের্দি। তরুণ মিডফিল্ডার নিকো পাজকেও শুরুর একাদশে দেখা যেতে পারে। অন্যদিকে কিশোর প্রতিভা মাস্তানতুয়নো সম্ভবত একাদশের বাইরে থাকবেন। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেকোচ স্কালোনিআরও স্পষ্ট ধারণা দিতে পারেন। মেসির অনুপস্থিতি আর্জেন্টিনার জন্য নতুন কিছু নয়। বাছাইপর্বের কয়েকটি ম্যাচেই বিশ্রামে ছিলেন তিনি। তবে তার উপস্থিতি ও অনুপস্থিতি দলের খেলার ধরণে...