মণিপুরে ২০২৩ সালের মে মাসে জাতিগত সংঘাত শুরুর পর প্রথমবারের মতো রাজ্যটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার এই সফরের আগে রাজ্যের শাসকজোটের এমএলএদের নিজ নিজ এলাকায় শান্ত পরিবেশ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার (৭ সেপ্টেম্বর) রাজভবনে রাজ্যপাল অজয় ভল্লার ডাকা বৈঠকে ২০ জনের বেশি বিধায়ক উপস্থিত ছিলেন। বৈঠকে সাবেক মুখ্যমন্ত্রী এন বিরেন সিং, স্পিকার সত্যব্রত সিং এবং বিজেপির রাজ্য সভাপতি এ শারদা দেবীও অংশ নেন। বৈঠকে জানানো হয়, ভারতীয় প্রধানমন্ত্রী মিজোরাম সফর শেষে আগামী ১৩ মে প্রথমে কুকি-জো অধ্যুষিত চুরাচাঁদপুরে যাবেন। সেখানে ‘পিস গ্রাউন্ড’-এ একটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। এরপর দুপুর ২টার দিকে হেলিকপ্টারে ইমফলের কাঙলা দুর্গে পৌঁছে ভাষণ দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল ৩টা ৩০ মিনিটে ইমফল বিমানবন্দর থেকে আসামের উদ্দেশে রওয়ানা হবেন তিনি। সফরকালে নরেন্দ্র...