যা কিছু হোক নুরকে যে মারা হয়েছে এটা কিন্তু মেরে ফেলার জন্যই মারা। এইভাবে কেউ কোনো চোরকেও মারে না, ডাকাতকেও মারে না। যেভাবে একজন রাজনৈতিক নেতাকে মারা হয়েছে, এর জন্য আমি দুষবো সরকার প্রধানকে। সরকার প্রধান কি আমার মতো আপনার মতো বিবৃতি দিয়ে খালাস পেতে পারে? ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়ে সরকার খালাস পেতে পারে না, কারণ সরকারের অধীনে যারা চাকরি করেন তারাই এই কাজটা করেছেন। তাহলে সরকার এখন পর্যন্ত কেন চুপ করে আছে? সরকার কেন বিবৃতি দিয়ে খালাস হয়ে যাচ্ছে? সরকার যদি তাদের সঙ্গে না পারে, সেটা বলুক। আমার কথা, যদি দেশে সরকার থাকে, তাহলে আমি সরকারকেই তো বলব। একটি টকশো অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের লাঠিপেটায় আহত হওয়ার ঘটনাটি নিয়ে নিলোফার মনি এসব কথা বলেন।...