রাজবাড়ী: রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতরা হলেন কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমালা গ্রামের বক্করের ছেলে আরিফ (২২) ও পাংশা উপজেলার মৈশালা পালপাড়া গ্রামের অসিতের ছেলে স্বাধীন (১৭)। গুরুতর আহত হন শাওন...