০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পিএম পুঁজিবাজার ধ্বংসের অভিযোগে মিনহাজ মান্নান ইমনের বিচার চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। গত সোমবার দীন ইসলাম নামে এক ভুক্তভোগী ব্যক্তি এ আবেদন করেন। এতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় পুঁজিবাজার ধ্বংসের অন্যতম হোতা ছিলেন মিনহাজ মান্নান। অভিযোগে বলা হয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের করপোরেট সদস্য প্লাটিনাম সিকিউরিটিজ লিমিটেডের স্বত্বাধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান। এখনও রয়েছেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক ও বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। এতে বলা হয়, সাবেক মন্ত্রী দীপু মনির খালাতো ভাই মিনহাজ প্রভাব খাটিয়ে ২০১২ সালের মার্চে প্রথমবারের মতো ডিএসইর পরিচালক নির্বাচিত হয়ে ২০১৪ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন।। পরবর্তী সময়ে তিনি ২০১৮ সালের...