০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পিএম নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে । 'ডিজিটাল যুগে সাক্ষরতা প্রসার (Promoting Literacy in the Digital Era)' প্রতিপাদ্যে এবছর দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফয়েজ উদ্দীন, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব। সভায় সভাপতিত্ব করেন...