দেশের বাম ধারার চিন্তাচর্চার অন্যতম স্তম্ভ, সমাজতন্ত্রের পথিকৃৎ, বিশিষ্ট গবেষক ও লেখক বদরুদ্দীন উমরের প্রতি তাদের শেষ শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তাঁর মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পালা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও ব্যক্তিগতভাবে নানা শ্রেণি ও পেশার মানুষ ফুল দিয়ে তাঁর প্রতি সম্মান জানান। কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও ফরিদা আখতারও শ্রদ্ধা জানান। তাঁদের পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ শেষবারের মতো দেখতে আসেন বদরুদ্দীন উমরকে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ঢাকা...