০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ পিএম যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন রোধে কর্মক্ষেত্রে অভিযান জোরদার করতে যাচ্ছে। হুন্দাইয়ের একটি কারখানায় সম্প্রতি অভিযান চালিয়ে শত শত মানুষকে গ্রেপ্তার করার পর হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিবাসন আইন প্রয়োগের নজরদারি বাড়ানো হবে। এ বিষয়ে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে হোয়াইট হাউসের সীমান্ত উপদেষ্টা টম হোম্যান জানিয়েছেন, প্রশাসন কর্মক্ষেত্রে নজরদারি জোরদার করবে। তিনি বলেন, “আমরা আরও বেশি কর্মক্ষেত্রে আইন প্রয়োগ অভিযান চালাব। কেউ অবৈধ অভিবাসীকে মানবিক কারণে চাকরি দেয় না। তারা দেয়, কারণ তাদের দিয়ে বেশি কাজ করানো যায়, কম মজুরি দেওয়া যায়, আর যারা মার্কিন নাগরিক কর্মচারী নিয়োগ করে তাদের সঙ্গে প্রতিযোগিতা কমানো...