এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। বিশেষজ্ঞদের ভোটে গড়া এই দলে বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান।আগামী কাল ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ। আসর শুরুর আগে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়াতে এই প্রতীকী একাদশ প্রকাশ করেছে ক্রিকইনফো। ঘোষিত দলে ভারত থেকে সর্বাধিক চারজন, শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুজন, আর বাংলাদেশ ও আফগানিস্তান থেকে একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। ওপেনার হিসেবে রাখা হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনকে। একাদশের তিন নম্বরে আছেন ভারতের বিরাট কোহলি, চার নম্বরে সুর্যকুমার যাদব। পাঁচ নম্বরে উইকেটরক্ষক ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ছয় নম্বরে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ব্যাট ও বল...