কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া কিশোর মোহাম্মদ আহনাফের (১৭) মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে সমিতি পাড়া ১ নম্বর ওয়ার্ডের প্রথম গলি সংলগ্ন সৈকতে তার মরদেহ ভেসে ওঠে।আহনাফ বগুড়ার শরিফুল ইসলামের ছেলে এবং এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্র অনুযায়ী, আহনাফ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বড় ভাইয়ের শ্যালিকার সন্তান।এর আগে গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন আহনাফ। এ সময় তিনজন ভেসে গেলে লাইফগার্ড সদস্যরা দুজনকে উদ্ধার করতে সক্ষম হন, কিন্তু আহনাফ নিখোঁজ ছিলেন।কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, লাইফগার্ডসহ সব সংস্থা একযোগে কাজ করেছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই সমন্বিত প্রচেষ্টা চলেছে সারারাত। সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান,...