গেল কদিন ধরেই গণেশচতুর্থীতে মেতেছিল পুরো মুম্বাই শহর। গণেশ বিসর্জনের পরে মন ভার শহরবাসীর। আরব সাগরের তীরে এখনও রয়ে গেছে বিসর্জনের ছাপ। সেই অপরিচ্ছন্নতা দূর করতেই পথে নেমেছিলেন অক্ষয় কুমার। রবিবার (৭ সেপ্টেম্বর) নিজ হাতে জুহু সৈকত পরিষ্কার করলেন অভিনেতা। পরনে নীল শার্ট, কালো প্যান্ট। হাতে সবুজ রঙের গ্লাভস। এভাবেই রবিবার সকালে দেখা যায় অক্ষয়কে। অভিনেতার সঙ্গে এই দিন দেখা যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতা ফডণবীসকে। বিএমসি কমিশনার ভূষণ গগরানিও ছিলেন তাদের সঙ্গে। তিনজনকেই জুহু সৈকত পরিষ্কার করতে দেখা যায় এই দিন। বিসর্জনের পরে গণেশমূর্তির সাজসজ্জার নানা অংশ, ফুল, মালা ইত্যাদি পড়েছিল সমুদ্র সৈকতে। সেগুলি তুলেই পরিষ্কার করেন অভিনেতা। সংবাদমাধ্যমের কাছে অক্ষয় বলেন, “জ্ঞান আমাদের শেখায়, পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। আমাদের প্রধানমন্ত্রীও এই কথা বার বার বলেছেন। পরিচ্ছন্নতা...