বিষাক্ত মাশরুম দেওয়া খাবার খাইয়ে শ্বশুর, শাশুড়ি ও খালা শাশুড়িকে হত্যার দায়ে অভিযুক্ত এক নারীকে ন্যূনতম ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়ার এক আদালত। এটি দেশটিতে কোনো নারীকে দেওয়া দীর্ঘ কারাদণ্ডগুলোর অন্যতম, বলছে বার্তা সংস্থা রয়টার্স। সাজা ঘোষণার সময় সোমবার দায়িত্বপ্রাপ্ত বিচারক বলেন, দোষী এরিন প্যাটারসন তার শ্বশুর বাড়ির আত্মীয়দের প্রতি কোনো দয়া দেখাননি। তিনি তাদের প্রত্যেককে বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম দেওয়া গরুর মাংসের পদ বিফ ওয়েলিংটন পরিবেশন করেছিলেন। শাশুড়ি গালি প্যাটারসন, শ্বশুর ডনাল্ড প্যাটারসন, খালা শাশুড়ি হেদার উইলকিনসনকে হত্যার দায়ে জুলাইয়েই এরিন দোষী সাব্যস্ত হয়েছিলেন। মাশরুম খাইয়ে শ্বশুর বাড়ির আত্মীয়দের হত্যার এ ঘটনা ‘লিয়েনগাথা মাশরুম খুন’ নামে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। জুরিরা ৫০ বছর বয়সী এরিনকে খালু শ্বশুর ইয়ান উইলকিনসনকে হত্যাচেষ্টার দায়েও দোষী সাব্যস্ত করেছেন। ইয়ানও ওই বিষাক্ত মাশরুম দেওয়া খাবার...