ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছেন তার স্ত্রী। তবে দেশে নয়, বিদেশে বিয়ে করার পরামর্শ দিয়েছেন তিনি। একই সাথে বিয়ের ক্ষেত্রে ‘ভালো পয়সা-পাতি’ দেখার পরামর্শও দিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এমন হাস্যরসাত্মক তথ্য শেয়ার করেছেন হাদী। পোস্টটিতে শরীফ ওসমান বিন হাদী লিখেছেন, বউরে জিগাইলাম-আমার আরেকটা বিয়া কোন এলাকায় করা উচিত? সে কইলো- বাংলাদেশে আর না। পরেরটা ডাইরেক্ট বৈদেশে। ভালো পয়সা-পাতি দেইখা। তিনি আরও লিখেছেন, একটা বাংলা সিনেমার কথা মনে পইড়া গেলো-ওরা আমাকে ভালো হতে দিলো না! এদিকে পোস্ট শেয়ার করার পরপরই লুফেও নিয়েছেন হাদীর ভক্ত ও অনুসারীরা। কমেন্টবক্সে খুনসুঁটিতে মেতেছেন তারাও। কমেন্টবক্সে শাফিন ইবরাহিম হোসেন নামে এক চিকিৎসক হাদিকে পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিয়ে লিখেছেন, পাকিস্তান ভাই, পাকিস্তান। ট্যাগ...