মরুভূমি মানেই শুধু উত্তাপ আর বালিয়াড়ি নয়। রাত নামলে এই নির্জন ভূমি হয়ে ওঠে রহস্যময় আর জাদুকরি। দূরে শহরের কোলাহল নেই, শুধু নিস্তব্ধতা আর আকাশ ভরা তারার মেলা। আর ভোরের আলোয় যখন বালি গোলাপি আভায় রঙিন হয়, তখন মনে হয় যেন অন্য এক জগতে এসে পড়েছি। ভ্রমণপিপাসুদের জন্য পৃথিবীর কয়েকটি বিখ্যাত মরুভূমি ক্যাম্পিং স্পট থাকল এখানে। রাজস্থানের থর মরুভূমি দিনে রঙ আর সংস্কৃতির উৎসবে মুখরিত থাকে। কিন্তু রাত নামলেই বদলে যায় দৃশ্যপট। উটের কাফেলায় চলে যাওয়া যায় সোনালি বালিয়াড়ির গভীরে। সেখানে তাঁবু খাটানো, আগুনের চারপাশে বসে রাজস্থানি লোকগানের আসর আর মাথার ওপরে অসীম তারাভরা আকাশ। সব মিলিয়ে অভিজ্ঞতাটা যেন স্বপ্নের মতো। মরক্কোর সাহারা মরুভূমি যেন ভ্রমণপিপাসুদের চিরচেনা স্বপ্ন। মেরজুগার কাছে মরুভূমি ক্যাম্পে থাকলে মনে হবে আপনি পৃথিবী ছেড়ে অন্য কোনো...