জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ ||রাইজিংবিডি.কম পদ্মা নদীর ভাঙন যেন দমে না গিয়ে প্রতিদিনই নতুন নতুন এলাকা গিলে খাচ্ছে। বর্ষা মৌসুমের শুরু থেকেই মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৯টি ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনের ভয়াবহতায় মানুষজন দিনের মতো রাতেও আতঙ্কে সময় পার করছেন। যেখানেই পানির চাপ বাড়ছে, সেখানেই ফসলি জমি, ঘরবাড়ি ও বাজার মুহূর্তেই নদীর পেটে চলে যাচ্ছে। আজিমনগর, সুতালড়ী ও লেছড়াগঞ্জ ইউনিয়নগুলোতে ভাঙনের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। চরাঞ্চলসহ কুশিয়ারচর ও মালুচি এলাকার কলা বাগান, বসতবাড়ি এবং আবাদি জমি একের পর এক বিলীন হয়ে যাচ্ছে।আরো পড়ুন:পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহতবান্দরবানে ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ সাঁকো পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত উপজেলার কৃষি অফিসের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, গত দুই মাসেই প্রায় ২০০ হেক্টর আবাদি ও অনাবাদি জমি, সঙ্গে...