দুবাইয়ে অনুষ্ঠিত SIIMA (South Indian International Movie Awards)-তে ‘পুষ্পা ২: দ্য রুল’র জন্য পাঁচটি বড় পুরস্কার জিতেছে পুষ্পা টিম। পরিচালক সুকুমার, প্রধান অভিনেতা আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, সংগীত সুরকার দেবী শ্রী প্রসাদ এবং প্রযোজক নবীন ইয়ারনেনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর সেই পুরস্কার জেতার পরই সুকুমার নিশ্চিত করেছেন যে সিনেমার তৃতীয় ভাগ অর্থাৎ, ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’ অবশ্যই তৈরি করা হবে। পুরস্কার নিতে মঞ্চে ওঠা অভিনেতাদের উদ্দেশে সঞ্চালক প্রশ্ন করেন, ‘পার্টি হবে পুষ্পা?’ যা ফাওয়াদ ফাসিলের চরিত্র ভানওয়ারসিং সেখাওয়াত-এর বিখ্যাত সংলাপকে মনে করায়। এরপর সেই সঞ্চালক সুকুমারের কাছে জানতে চান যে, ‘পুষ্পা ৩’ তৈরি হবে নাকি বাতিল করা হবে? এরপর সুকুমার প্রযোজকের দিকে তাকান এবং...