সোমবার সকালে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা নির্বাচন অফিসের ফটকে তালা ঝুলতে দেখা গেছে। হরতাল সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ও জজ কোর্টের ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন। হরতালে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা অংশ নেন। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।আরো পড়ুন:বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে চলছে হরতালচট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে বাসে আগুন এদিকে, আজ সকাল থেকে জেলার ১৬টি রুটে কোনো বাস ছেড়ে যায়নি। ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সীমিত আকারে ইজিবাইক, রিকশা ও ভ্যান চলতে দেখা গেছে। এসব...