রোববার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ব্যাংক একীভূতকরণের বিষয়ে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর অনলাইনে যোগ দেন। বৈঠকে উপস্থিতি ছিলেন অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক লুটপাটের কারণে বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংক মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে পড়ে। এসব ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে নানাভাবে নীতি সহায়তা দিয়েও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এরপর কেন্দ্রীয় ব্যাংক সময় বেঁধে দিয়ে এসব ব্যাংককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বলা হয়। কিন্তু পাঁচ ব্যাংক পারেনি। এরপর কেন্দ্রীয় ব্যাংক এগুলোকে একীভূতকরণ করে বড় একটি ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেয়। এর আলোকে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে। সর্বশেষ গত সপ্তাহে পাঁচ...