নিহতরা হলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) এবং তার মা তাহমিনা আক্তার (৫০)। বাসার মালিক আনিছুল ইসলাম রানা জানান, প্রায় সাড়ে তিন থেকে চার বছর আগে কুমিল্লা আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম এই বাসা ভাড়া নেন। তার মৃত্যুর পর স্ত্রী, মেয়ে ও দুই ছেলে এখানে থাকতেন। রোববার দুই ছেলে ঢাকার বাসায় ছিলেন না। তারা রাতে বাসায় ফেরার পর ঘরের দরজা খোলা দেখেন এবং মায়ের ও বোনের কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। মালিক আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রোববার (৭ সেপ্টেম্বর) দিনের বেলায় বাসায় একজন মধ্যবয়স্ক ব্যক্তি প্রবেশ করেছেন। সকাল ৮টার দিকে তিনি আসেন এবং বেলা সাড়ে ১১টার দিকে বের হন। পরবর্তীতে তাকে আবার বাসায় প্রবেশ করতে দেখা গেছে। কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত...