স্পোর্টস ডেস্ক: টানা দ্বিতীয়বার মতো ইউএস ওপেনের শিরোপা জিতেলো বিশ্বের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা। শনিবার (৬ সেপ্টেম্বর) ইউএস ওপেনের ফাইনালে আমান্ডা আনিসিমোভাকে সরাসরি সেটে পরাজিত করে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার মিশনে সফল হলেন সাবালেঙ্কা। ক্যারিয়ারে এটি তার চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। নিউ ইয়র্কের আর্থার এ্যাশে স্টেডিয়ামে সাবালেঙ্কা ৬-৩, ৭-৬ (৭/৩) গেমে আনিসিমোভাকে পরাস্ত করেছেন। ২৭ বছর বয়সী বেলারুশের তারকা সাবালেঙ্কা এ বছর অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পরাজয়ের পর ইউএস ওপেনে আর কোন ভুল করতে চাননি। ফাইনালে আগে তিনি ভালভাবেই বুঝতে পেরেছিলেন এ বছর স্ল্যাম জয়ের এটাই তার শেষ সুযোগ। এদিকে গত মাসে উইম্বলডনের ফাইনালে ইগা সোয়াইটেকের কাছে ৬-০, ৬-০ গেমে বিধ্বস্ত হবার ট্রমা থেকে বেরিয়ে আসার আশা করেছিলেন মার্কিন তারকা আনিসিমোভা। তবে সাবালেঙ্কা তাকে সেই সুযোগ দেননি।...