সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু পর শেষবারের মতো শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন বদরুদ্দীন উমরের প্রতি। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে জুরাইনে তার মা–বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। রাজধানীর শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০টা পাঁচ মিনিটে তিনি মারা যান। ১৯৩১ সালে ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন বদরুদ্দীন উমর। তার বাবা আবুল হাশিম ভারতীয় উপমহাদেশের একজন মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ ছিলেন। ১৯৬৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা...