জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামীতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৫ বিলিয়ন ডলার অর্থ সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে জলবায়ু অর্থনীতি নিয়ে সাংবাদিকদের এক কর্মশালায় এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, জলবায়ু অভিঘাত মোকাবিলায় প্রতিবছর ৩০ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। অক্টোবরে মিটিংয়ে ৫ বিলিয়ন ডলার চাওয়া হবে। সহজে অর্থ আসবে না, তাই নিজেদের সামর্থ্য নিয়ে কাজ করতে হবে। তবে সবার আগে জরুরি সচেতনতা। দাতা সংস্থ আইএমএফের কাছ থেকে এক-দুই বিলিয়ন ডলার আনাটাও কষ্টসাধ্য বলে জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন,...