রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার রাত সোয়া ১টায় হাসপাতালের পরিচালক এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থার আগের তুলনায় অনেক বেশি উন্নতি ঘটেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার দিন নুরুল হক নুরকে হাসপাতালে আনার পরপরই একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করা হয়। হাসপাতালের পরিচালকসহ চিকিৎসকরা সরাসরি উপস্থিত থেকে সারারাত তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। একই রাতে তাঁকে জরুরি বিভাগ থেকে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে আরও...