অভিনেতা নাসির উদ্দিন খান হাজির হচ্ছেন ‘নয়া নোট’ নামের নতুন এক ওয়েব ফিল্ম নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে সিনেমাটি। প্রকাশ্যে এসেছে ‘নয়া নোটের' টিজার; কদিন আগে প্রকাশ হয়েছে সিনেমার ফার্স্টলুক পোস্টারও। টিজারের ভিডিওতে দেখা গেছে যেখানে দেখা যায়, অভিনেতা নাসির উদ্দীন ঘুরে ঘুরে ভিক্ষা করছেন। টিজারে তাকে বলতে শোনা গেছে, “ ঢাকাকে জাদুর শহর বলে কারণ, এই শহরে হাত পাতলে খানা না পাওন গেলেও টাকা পাওন যায়। কিন্তু একটা ব্যাপার, টাকা দেয় ময়লা, ফাটা, ছিঁড়া। এই শহরের মানুষগুলার মতই।“ এর আগে প্রকাশ হওয়া ফার্স্টলুক পোস্টারে দেখা গেছে, পাঞ্জাবি গায়ে, উষ্কখুষ্ক চুল-দাড়ির নাসির উদ্দিন তার ঠোঁটের কোণে হাসি নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ৫০ টাকার একটি নতুন নোটের দিকে তাকিয়ে আছেন। আইস্ক্রিনের ফেইসবুক পেইজে পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে "হাতে নতুন...