ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন ছিল কাল ৭ সেপ্টেম্বর। এই দিনে বিশাল এক চমক নিয়ে হাজির হয়েছেন ডাকসুর ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি। তাকে ভিডিওবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক! সুদূর পাকিস্তান এই শুভকামনা জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। তিনি এক ভিডিওবার্তায় তকিকে অনেক ভালো মানুষ বলেও অভিহিত করেন। মিসবাহ বলেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আমি আশা করি আপনি ভাল আছেন। আপনার জন্য আমার শুভকামনা রইল। আপনি অনেক ভালো ক্রিকেটার এবং ভালো মানুষও বটে। আমি আশা করছি, আপনি ৯ সেপ্টেম্বর অনেক ভালো করবেন। সবাই আপনার সঙ্গে আছে। আমার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।’ এবারের ডাকসু নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে...