নিজস্ব প্রতিবেদক : সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে সোনা। বিশ্ববাজারে এখন আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার ছাড়ানোর পথে মূল্যবান এ ধাতুটি। মূলত, মার্কিন ডলার দুর্বল হয়ে পড়ার পাশাপাশি চলতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক—ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর আশঙ্কায় নতুন করে সোনা কেনার দিকে ঝুঁকে পড়েছেন বিনিয়োগকারীরা। আর এর ফলেই গত কয়েক সপ্তাহ ধরে এমন উর্ধ্বগতি দেখা যাচ্ছে সোনার দামে। খবর এফএক্স স্ট্রিটের। সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববাজারে ৩ হাজার ৫৯০ মার্কিন ডলারে উঠেছে প্রতি আউন্স সোনার দাম। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ৩০ হাজার (১ ডলার সমান ১২০ টাকা ধরে)। এ হিসাবে বিশ্ববাজারে প্রতি ভরি সোনার দাম পৌঁছেছে ১ লাখ ৭৬ হাজার ৯৫৪ টাকায়। হিসাব করে দেখা যাচ্ছে, চলতি বছর এখন পর্যন্ত ৩৫ শতাংশের বেশি বেড়েছে সোনার...