সোমবার (৮ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আদিব ফয়েজ দেশে অবস্থান করেও যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অভিনব কৌশলে ডলার হাতিয়ে নিতেন। পাশাপাশি দেশের ভেতরেও বহু মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠেছে। প্রতারণার পর রমনা থানায় মামলা রুজু হয়। মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। তদন্ত চলাকালে মূল আসামি আদিব ফয়েজকে গ্রেফতার করা হয়।...