এক আবাসন কোম্পানির সাবেক চেয়ারম্যানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। সেখানে বলা হয়, “জুলফিকার আরকেড রিয়েল এস্টেট কোম্পানির প্রাক্তন চেয়ারম্যানের কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করেছেন। তিনি কম দামে একটি ফ্ল্যাট কেনার কথা বলে আজ পর্যন্ত নিজের নামে রেজিস্ট্রেশন করেননি এবং সেই ফ্ল্যাটে সপরিবারে বিনা ভাড়ায় বসবাস করছেন। এছাড়া ব্যক্তিগত গাড়ি ব্যবহারের অভিযোগও রয়েছে।” দুদক বলছে, অভিযোগের ‘গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায়’ গত ২৭ অগাস্ট কমিশনের সভায় জুলফিকারকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। এ আদেশ প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই তা কার্যকর হবে।...