কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় কৃষি কাজ করতে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত হওয়া ৩ জন ভিকটিমকে তিনদিন পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাহারছড়া চৌকিদার পাড়া সংলগ্ন বড় খালের পাশে তাদের ছেড়ে দেয় পাহাড়ি সন্ত্রাসীরা। অপহৃত ভিকটিমরা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাসিন্দার আব্দুস সালামের ছেলে সুলতান আহমেদ (৪৫), আবুল মনজুরের ছেলে রহমত উল্লাহ (১৫), আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আলী (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় কৃষি কাজ করতে গিয়ে অপহৃত হয় তিনজন কৃষক। তিনদিন পর টাকার বিনিময়ে অপহৃতদের ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। টাকার জন্য তাদের ব্যাপকভাবে মারধর করা হয়েছে । বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে পাহাড়ি এলাকায় কৃষি কাজ করতে গিয়ে তিনজন ব্যক্তি অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হয়েছে।...