মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেল ক্রেতাদের ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা দিলে মস্কোর অর্থনীতি ‘ধসে পড়বে’। স্থানীয় সময় রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে একটি ফলপ্রসূ ফোনালাপ করেছেন। পরে শুক্রবার ভন ডার লেয়েন বেসেন্টকে ফোন করেন এবং রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্র কীভাবে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হয়। ট্রাম্প প্রশাসন সম্প্রতি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। যার ফলে পূর্বের ঘোষিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে অতিরিক ২৫ শতাংশ শুল্কসহ মোট ৫০ শতাংশ শুল্ক গত ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। বেসেন্ট...