ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণে প্রস্তুত প্রশাসন। আগামীকাল ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫। সুষ্ঠু ভোটের আশা প্রার্থী ও ভোটারদের। রবিবার (৭ সেপ্টেম্বর) ছিল ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন। দিনভর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে ছিল প্রার্থীদের সরব উপস্থিতি ও কর্মীদের সরগরম পদচারণা। প্রতিটি প্যানেলের প্রার্থীরা নিজেদের ইশতেহার তুলে ধরতে শিক্ষার্থীদের কাছে ছুটে যান। প্রার্থীদের লিফলেট বিতরণের মাধ্যমে ভোট চাইতে দেখা যায়।আরো পড়ুন:রাকসু নির্বাচন; ১২৩৩ মনোনয়ন বিতরণ, দাখিল ৯২৫পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব এবারের নির্বাচনে মোট ৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে। একজন ভোটার গড়পড়তা ১০ মিনিট সময় ব্যয় করে ভোটদান শেষ করতে পারবেন। বিকাল ৪টার মধ্যে বুথে উপস্থিত সকল ভোটারদের...