আলোকি কনভেনশন সেন্টারে মাত্রার ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘দীপ্যমান নক্ষত্র সম্মাননা ২০২৫’-এ দেশের বিজ্ঞাপন জগতে নতুন মাত্রা এনেছেন এমন ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। অফজাল হোসেন ও সানাউল আরেফিনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পরস্পরের প্রতি বোঝাপড়া কীভাবে একটি প্রতিষ্ঠানকে যুগের পর যুগ এগিয়ে নিতে সাহায্য করে, তারই উদাহরণ এই অনুষ্ঠান। আফজাল হোসেন বলেন, ‘বাংলাদেশে এমন পরিবেশ ছিল যেখানে বিজ্ঞাপন তৈরির সময় সবাই একে অপরের পাশে দাঁড়িয়েছে। তারা ভাগ করেছে না, বরং একে অপরকে বড় হতে সাহায্য করেছে। যেমন অ্যাডকম, বিটপী, এশিয়াটিক ইত্যাদি।’ অনুষ্ঠানে আশি ও নব্বই দশকের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র ও জিঙ্গেলের সংকলন প্রদর্শন করা হয়। প্রয়াত জিঙ্গেল সুরকার আইয়ুব বাচ্চুকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। সম্মাননা গ্রহণ করেন আফজাল হোসেন ও এলআরবির সদস্য আবদুল্লাহ আল মাসুদ।সম্মাননা তুলে দেন স্কয়ার গ্রুপের পরিচালক...