সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর রমনা এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) হাতে গ্রেপ্তার আবু আলম শহীদকে আজই আদালতে তোলা হতে পারে। ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রমনার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে ডিবির এক বার্তায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তায় জানানো হয়, রাজধানীতে মঞ্চ-৭১ এর সঙ্গে ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাজধানাীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের...