নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কমার্স ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে চাঞ্চল্যকর এক তথ্য উঠে এসেছে। ব্যাংকের অন্তত আটজন কর্মকর্তা জাল সার্টিফিকেট জমা দিয়ে শুধু চাকরিই নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে পদোন্নতিও পেয়েছেন। এসব জাল সনদের মধ্যে রয়েছে এইচএসসি, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের সার্টিফিকেট, যা বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই কর্মকর্তারা বছরের পর বছর ধরে কোনো রকম জবাবদিহিতা ছাড়াই কাজ করে যাচ্ছিলেন। এমনকি কয়েকজন বর্তমানে ব্যাংকের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করছেন। উদাহরণ হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া বিএসসি ও এমএসসি সার্টিফিকেট জমা দিয়ে ব্যাংকের ডেস্ক অফিসার ও সিনিয়র পজিশনে চাকরি করছেন আল আমীন নামে একজন কর্মকর্তা। অথচ তদন্তে দেখা গেছে, তিনি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। তদুপরি, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের নাম ব্যবহার করে ভুয়া বিবিএ ও...