জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে শহিদ আবু সাঈদ হত্যার ঘটনার সঙ্গে সম্পর্কিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন—অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল ২৮ আগস্ট। ওই দিন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন জবানবন্দি দেন। একই সঙ্গে রংপুরে কর্মরত এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হকও জবানবন্দি দেন, যদিও তার জেরার কাজ এখনো শেষ হয়নি। সোমবার ট্রাইব্যুনালের বিচারকাজ শুরুতেই সাংবাদিক মঈনুলকে জেরার বিষয়টি আসামিপক্ষের আইনজীবীরা পেনেলে উপস্থাপন করবেন। মামলার...