০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শাহবাগ থানার এক মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে। এসময় ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরও পাঁচজনকেও আটক করা হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি। ডিবি সূত্র জানায়, শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সরকারবিরোধী কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি পুলিশের। মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযুক্তরা আকস্মিক ঝটিকা মিছিলের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত ও নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাবেক সচিব ছাড়াও রাজনৈতিকভাবে সক্রিয় কয়েকজন স্থানীয় নেতা রয়েছেন। পুলিশ বলছে, রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা একত্রিত হয়েছিলেন। ঘাস পোড়া বিষ খাওয়ার ১৪...